ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

কৃষকের বোরো ধান কেটে ঘরে তুলে দিচ্ছে স্বেচ্ছাসেবক লীগ

কৃষকের বোরো ধান কেটে ঘরে তুলে দেয়ার কার্যাক্রম শুরু করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনআওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।শুক্রবার মুন্সিগঞ্জের শ্রীনগরের আড়িয়াল বিলের এক কৃষকের ধান কাটার মধ্য দিয়ে এ কার্যাক্রম শুরু করে সংগঠনটি। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা প্রথমদিন ধানকাটায় অংশ নেন।


নির্মল রঞ্জন গুহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে করোনায় ঘরবন্দি কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিতে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে স্বেচ্ছাসেবক লীগ মানবিক সেবা নিয়ে মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।


আফজালুর রহমান বাবু বলেন, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করার লক্ষ্যে মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে ধান কাটা কর্মসূচির শুভ সূচনা করা হয়েছে। শুধু আড়িয়ল বিল নয়, সারা দেশের কৃষকের পাশে থাকবে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

ads

Our Facebook Page